ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী ০৫নং নাটঘর ইউনিয়ন পরিষদ। কলের পরিক্রমায় আজ অত্র ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলা-ধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজ ও সমুজ্বল।
ক) নাম : ০৫নং নাটঘর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন : ২৭.৭৭ বগ,কিমি।
গ) লোক সংখ্যা : ২৬০৯০ জন (প্রায়) ২০১১ সালের আদম শুমারী অনুযায়ী।
ঘ) গ্রামে সংখ্যা : ১৩টি।
ঙ) মৌজার সংখ্যা : ১২টি।
চ) হাট/বাজারের সংখ্যা : ০৫টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম : সি.এন.জি/ নৌকা/অটো/ মটরসাইকেল জ) শিক্ষার হার : ৪২%।
সরকারী প্রাথমিক বিদ্যালয় : ১১টি।
উচ্চ বিদ্যালয় : ০১টি।
কওমি মহিলা/পুরুষ মাদ্রাসা : ৩+৫টি=৮টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান : জলিল মিয়া(ভারপ্রাপ্ত)
ঞ) শপথ গ্রহনের তারিখ :২৫-০৮-২০১১ইং
ট) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান : ০৩টি।
ঠ) ইউনিয়ন পরিষদের জনবল : ১। নির্বাচিত সদস্য সংখ্যা-১৩ জন।
২। ইউনিয়ন সচিব- ০১জন।
৩। ইউনিয়ন গ্রাম পুলিশ- ০৮জন।
ড) ঐতিহাসিক/পর্যটন স্থান : নাটঘর শিবমন্দির।
ঢ) ইউ/পি ভবন স্থাপন কাল : ১২-০৪-২০০৪
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৭/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ২৫/০৮/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –
ঢ) গ্রাম সমূহের নাম –
ক) বড়হিত
খ) চড়িলাম
গ) ভান্ডুসা
ঘ) একইছাড়া
ঙ) কুড়িঘর
চ) নান্দুরা
ছ) নশরাবাড়ী
জ) নাটঘর
ঝ) পাচবাড়িয়া
ঞ) রসুলপুর
ট) রুদ্রাক্ষবাড়ী
ঠ) খড়িয়ালা
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০৮ জন।
৪) উদ্দোক্তা - ২ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস