Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে নাটঘর

 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী ০৫নং নাটঘর ইউনিয়ন পরিষদ। কলের পরিক্রমায় আজ অত্র ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলা-ধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজ ও সমুজ্বল।

ক) নাম                                                 : ০৫নং নাটঘর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন                                   :         ২৭.৭৭ বগ,কিমি।

গ) লোক সংখ্যা                                        : ২৬০৯০ জন  (প্রায়) ২০১১ সালের আদম শুমারী অনুযায়ী।

ঘ) গ্রামে সংখ্যা                              :         ১৩টি।

ঙ) মৌজার সংখ্যা                                     : ১২টি।

চ) হাট/বাজারের সংখ্যা                     :         ০৫টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম         :         সি.এন.জি/ নৌকা/অটো/ মটরসাইকেল জ) শিক্ষার হার                               :         ৪২%।

সরকারী প্রাথমিক বিদ্যালয়                            :         ১১টি।

 

উচ্চ বিদ্যালয়                                 :         ০১টি।

কওমি মহিলা/পুরুষ মাদ্রাসা                               : ৩+৫টি=৮টি

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান                             :  জলিল মিয়া(ভারপ্রাপ্ত)

ঞ) শপথ গ্রহনের তারিখ                              :২৫-০৮-২০১১ইং        

ট) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান                      :         ০৩টি।

ঠ) ইউনিয়ন পরিষদের জনবল              :         ১। নির্বাচিত সদস্য সংখ্যা-১৩ জন।

২। ইউনিয়ন সচিব- ০১জন।

৩। ইউনিয়ন গ্রাম পুলিশ- ০৮জন।

ড) ঐতিহাসিক/পর্যটন স্থান                 :        নাটঘর শিবমন্দির।  

ঢ) ইউ/পি ভবন স্থাপন কাল                 :      ১২-০৪-২০০৪


ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৭/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ২৫/০৮/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –

ঢ) গ্রাম সমূহের নাম –

 ক) বড়হিত

খ) চড়িলাম

গ) ভান্ডুসা

ঘ) একইছাড়া

ঙ) কুড়িঘর

চ) নান্দুরা

ছ) নশরাবাড়ী

জ) নাটঘর

ঝ) পাচবাড়িয়া

 

ঞ) রসুলপুর

 

ট) রুদ্রাক্ষবাড়ী

 

ঠ) খড়িয়ালা

 

 

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০৮ জন।

              ৪) উদ্দোক্তা - ২ জন